Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবার তালিকা

জাতীয় মহিলা সংস্থা, শ্রীনগর উপজেলা কার্যালয়ের সেবা সমূহ:

১।         বৃত্তিমূলক প্রশিক্ষন প্রদান দর্জি বিজ্ঞান (সেলাই এমব্রয়ডারী প্রশিক্ষণ)

২।         মহিলাদের আত্ম-কর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রম

৩।         নারী নির্যাতন প্রতিরোধকল্পে পারিবারিক নির্যাতনের শিকার বিশেষ করে স্বামী কর্তৃক নির্যাতিত মহিলাদের             আইনগত সহায়তা প্রদান। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় আইনগত সহায়তা কমিটির             মাধ্যমে সহায়তা দেয়া

৪।         উঠান বৈঠক

            নারী নির্যাতন, নারী ও শিশু পাচার, যৌতুক ও বাল্য বিবাহ নিরোধকল্পে জনমত গঠনে সচেতনতা সৃষ্টি।

৫।         মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন জাতীয় মহিলা সংস্থা দ্বারা পরিচালিত ডিজিটাল বাংলাদেশ গড়ার   লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে গ্রামীন ও উপশহরাঞ্চলে সুবিধাবঞ্চিত মহিলাদের দোরগড়ায়          তথ্যসেবা পৌছে দেবার জন্য তথ্য আপা প্রকল্প কাজ করে যাচ্ছে।

৬।         তথ্য প্রাপ্তির আবেদনের প্রেক্ষিতে তথ্য সেবা প্রদান করা হয়।