Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জন সমূহ

সাম্প্রতিক বছর সমূহের (৩ বছর) প্রধান অর্জন সমূহঃ-


            বাংলাদেশের জনসংখ্যার এক বিশাল অংশ নারী । নারী উন্নয়ন তাই জাতীয় উন্নয়নের অন্যতম শর্ত । সম অংশ গ্রহণ ও সমঅংশীদারিত্ব নারীর সাংবিধানিক অধিকার । জাতীয় উন্নয়ন , দারিদ্র বিমোচন ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে নারী পুরুষের সমঅংশীদারিত্ব নিশ্চত হওয়া জরুরী , দূর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ , নারীর ক্ষমতায়ন , লিঙ্গ সমতা ও শিশি কল্যাণ , ‍পুষ্টি সম্যত ও নিরাপদ খাদ্যের নিশ্চয়তা , সন্ত্রাস সাম্প্রদায়িকতা , জঙ্গিবাদ ও মাদক নির্মূল , সার্বিক উন্নয়নে নারীদের ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এবং অটিজম কল্যাণে জাতীয় মহিলা সংস্থা নারীর অর্থনৈতিক উন্নয়ন , সচেতনতা বৃদ্ধি , দক্ষতা উন্নয়ন ও অধিকার সংরক্ষণের মাধ্যমে নারী পুরুষের সমতা প্রতিষ্ঠ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে । বিগত ০৩ (তিন) বছরে শ্রীনগর উপজেলায় দরিদ্র মহিলাদের আত্ম-কর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ  বাবদ ১৪৭ জন মহিলার মাঝে ক্রমপুঞ্জিতভাবে  ২২,০৫,০০০/- (বাইশ লক্ষ পাঁচ হাজার) টাকা বিতরণ করা হয়েছে । বিগত ০৩ (তিন) বছরে জাতীয় মহিলা সংস্থা, শ্রীনগর উপজেলা কার্যালয় হতে সেলাই ও এমব্রয়ডারী বৃত্তিমূলক প্রশিক্ষণ কার্যক্রমে ২৭০ জন মহিলাকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। পাশাপাশি নারী শিশু পাচার প্রতিরোধ , যৌতুক ও বাল্য বিবাই প্রতিরোধকল্পে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১২ টি উঠান বৈঠকের মাধ্যমে ১৬২০ জন মহিলাকে সচেতন করা হয়েছে ।