গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়
জাতীয় মহিলা সংস্থা
শ্রীনগর উপজেলা কার্যালয়, মুন্সীগঞ্জ।
১। ভিশন ও মিশনঃ
রুপকল্পঃ( Visison) জেন্ডার সমতাভিত্তিক সমাজ ওসুরক্ষিত নারী
অভিলক্ষঃ (Mision ) নারীর ক্ষতায়ন, মানবাধিকার প্রতিষ্ঠা ও উন্নয়নের মূল ধারায় সম্পৃক্তকরন।
২। প্রতিশ্রুতি সেবা
২.১। নাগরিক সেবাঃ
নারী উন্নয়ন ও জেন্ডার সমতা আনয়নে জাতীয় মহিলা সংস্থা মিলিয়াম ডেভেলপমেন্ট গোল (MDG ) এবং দারিদ্র বিমোচন কৌশল পত্র (PRSP ) এর আলোকে নারী উন্নয়নে বিভিন্ন রাজস্ব ও উন্নয়ন কার্যক্রম ও কর্মসূচী গ্রহন ও বাস্তবায়ন করছে।
সেবা প্রদান প্রতিশ্রুতি (Citizen’s Charter)
ক্রঃনং |
সেবার বিবরন |
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তি স্থান |
সেবারমূল্য এবং পরিশোধ পদ্ধতি |
সেবা প্রদানের সময় সিমা |
কর্মকর্তা/কর্মচারীর বিবরন |
তথ্য প্রদান/অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা |
দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান/সদস্য |
জেলা/উপজেলার নাম |
১ |
জাতীয় জীবনে সর্রক্ষেত্রে মহিলদের সচেতনতা বৃদ্ধি |
বৃত্তিমূলক প্রশিক্ষন প্রদান দর্জি বিজ্ঞান(সেলাই এমব্রয়ডারী প্রশিক্ষণ) |
বৃত্তিমূলক ও ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে বেকার ও দুঃস্থ মহিলাদের কর্মক্ষমস করে গড়ে তোলার লক্ষ্যে আত্ম-কর্মসংস্থান ও আয়বর্ধক কর্মকান্ডে সম্পৃক্ত করা। ০৪(চার) মাস মেয়াদী কোর্সঃ প্রতি ব্যাচে ২ শিফটে ৩০ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়। কোর্স শেষে সার্টিফিকেট প্রদান করা হয়। |
ভর্তি ফরম/আবেদন ফরম জাতীয় মহিলা সংস্থা শ্রীনগর উপজেলা কার্যালয়, মুন্সীগঞ্জ। |
বিনামূল্যে প্রশিক্ষণের জন্য প্রশিক্ষণার্থীদের দৈনিক ১০০/- টাকা হারে ভাতা প্রদান করা হয়। |
আবেদনের পর ১৫-৩০ দিনের মধ্যে |
উপজেলা সংগঠক/ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাঠ-সমন্য়কারী সাঁটমুদ্রাক্ষরিক ট্রেড প্রশিক্ষক সহকারী ট্রেড প্রশিক্ষক অফিস সহকারী অফিস সহায়ক
|
উপজেলা সংগঠক/ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফোনঃ ই-মেইল |
উপজেলা নির্বাহী অফিসার নিয়োগ কমিটি কর্তৃক নির্ধারিত ০১ জন জনপ্রতিনিধি মহিলা ও ০৪ জন্য সম্মানিত মহিলা সদস্য।
|
জেলাঃ মুন্সীগঞ্জ উপজেলাঃ মুন্সীগঞ্জ সদর গজারিয়া শ্রীনগর টংগীবাড়ী লৌহজং সিরাজদিখান |
২ |
মহিলাদের জন্য কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষন প্রদান |
আর্থ সামাজিক উন্নয়ন ও সামাজিক সুরক্ষা সহযোগীতা প্রদান |
স্ব-কর্ম সহায়ক ঋণ কার্যক্রমঃ মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল হতে প্রাপ্ত অর্থ দ্বারা পরিচালিত সার্ভিস চার্জ ১০% এককভাবে ৫,০০০/- টাকা এবং দলগতভাবে ১৫,০০০/- টাকা ঋণ প্রদান করা হয়। মহিলাদের আত্ম-কর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রমঃ সার্ভিস চার্জ ৫% এককভাবে ৫,০০০/- টাকা এবং দলগতভাবে ১৫,০০০/- টাকা ঋণ দেয়া হয়। |
আবেদন ফরম জাতীয় মহিলা সংস্থা শ্রীনগর উপজেলা কার্যালয়, মুন্সীগঞ্জ। |
গৃহীত ঋণের বিপরীতে ১০% সার্ভিস চার্জ ৫% সার্ভিস চার্জ |
ঋণ প্রস্তাব প্রাপ্তি ১৫ দিনের মধ্যে |
|
|
|
|
৩ |
মহিলাদের আইনগত অধিকার রক্ষার্থে সাহায্য প্রদান |
আইনগত সহায়তা প্রদান |
নারী নির্যাতন প্রতিরোধকল্পে পারিবারিক নির্যাতনের শিকার বিশেষ করে স্বামী কর্তৃক নির্যাতিত মহিলাদের আইনগত সহায়তা প্রদান। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় আইনগত সহায়তা কমিটির মাধ্যমে সহায়তা দেয়া |
আবেদন ফরম জাতীয় মহিলা সংস্থা শ্রীনগর উপজেলা কার্যালয়, মুন্সীগঞ্জ। |
বিনামূল্যে |
আবেদন প্রাপ্তির ১ মাসের মধ্যে |
|
|
|
|
৪ |
পরিবারের কল্যানমূলক ব্যবস্থাদি গ্রহনে মহিলাদের উদ্ধুদ্ধকরন |
সচেতনতামূলক কর্মসূচী |
উঠান বৈঠক নারী নির্যাতন, নারী ও শিশু পাচার, যৌতুক ও বাল্য বিবাহ নিরোধকল্পে জনমত গঠনে সচেতনতা সৃষ্টি। |
জাতীয় মহিলা সংস্থা শ্রীনগর উপজেলা কার্যালয়, মুন্সীগঞ্জ। |
বিনামূল্যে |
প্রতি মাসে |
|
|
|
|
৫ |
মহিলাদের কল্যানে নিয়োজিত সরকারি, বেসরকারি, দেশী ও বিদেশী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ স্থাপন ও সহযোগীতা |
বিশেষায়িত আধুনিক ট্রেড প্রশিক্ষণ প্রকল্প |
ক্যাটারিং (খাদ্য প্রক্রিয়াজাতকরন ও খাদ্য তৈরী) ফ্যাশন ডিজাইন ব্রক বাটিক ওস্কীন প্রিন্ট বিউটিফিকেশন ইত্যাদি ট্রেডে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ। কোর্সের মেয়াদ ৬৫ দিন। প্রতি ব্যাচে ২৫ জন। |
আবেদন ফরম জাতীয় মহিলা সংস্থা শ্রীনগর উপজেলা কার্যালয়, মুন্সীগঞ্জ। |
বিনামূল্যে |
সমাপ্ত |
|
|
|
|
৬ |
জাতীয় উন্নয়নে কর্মকান্ডে মহিলাদের সম্পৃক্ত করার উদ্যোগ গ্রহন |
জেলা ভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্প |
দেশের সামগ্রিক উন্নয়নে সফলতা অর্জনের ক্ষেত্রে তথ্য প্রযুক্তি ও কম্পিউটার প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে শিক্ষিত, শিক্ষিত-বেকার মহিলাদের আত্ম-কর্মসংস্থান এবং কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধিকরে অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখা। কোর্সের মেয়াদ ৬ মাস। প্রতি ব্যাচে ৫০ জন করে ২ শিফটে ১০০ জন। |
আবেদন ফরম জাতীয় মহিলা সংস্থা জেলা কার্যালয়, মুন্সীগঞ্জ |
কোর্স ফি ১,০০০/- |
আবেদন প্রাপ্তি হতে ০১ মাস |
|
|
|
|
৭ |
মহিলাদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সম্মেলন, সেমিনার ও কর্মশালার ব্যবস্থা গ্রহন |
তথ্য আপাঃ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্যপ্রযুক্তির মাধ্যমে নারীর ক্ষমতায়ন প্রকল্প |
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন জাতীয় মহিলা সংস্থা দ্বারা পরিচালিত ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে গ্রামীন ও উপশহরাঞ্চলে সুবিধাবঞ্চিত মহিলাদের দোরগড়ায় তথ্যসেবা পৌছে দেবার জন্য তথ্য আপা প্রকল্প কাজ করে যাচ্ছে। |
জাতীয় মহিলা সংস্থা শ্রীনগর উপজেলা কার্যালয়, মুন্সীগঞ্জ। |
বিনামূল্যে |
চাহিদা মত |
|
|
|
|
৮ |
শিশুদের দিবাযত্ন কেন্দ্র স্থাপন |
|
|
|
|
|
|
|
|
|
৯ |
নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন ও তদারকি |
|
|
|
|
|
|
|
|
|
১০ |
উপর্যুক্ত কার্যাবলী সম্পাদনের জন্য প্রয়োজনীয় যে কোন পদক্ষেপ গ্রহন |
|
|
|
|
|
|
|
|
|
আপনার কাছে আমাদের প্রত্যাশা
ক্রঃনং |
প্রতিশ্রুতি/কাঙ্খিত সেবা প্রাপ্তির লক্ষ্যে করণীয় |
১ |
নির্ধারিত ফরমে সম্পূর্নভাবে পূরনকৃত আবেদন জমা প্রদান |
২ |
সঠিক মাধ্যমে প্রয়োজনীয় ফিস পরিশোধ করা |
৩ |
সাক্ষাতের জন্য নির্ধারিত সময়ের পূর্বে উপস্থিত থাকা |